কামিল শেদচিস্কি / Kamil Siedczyński


পরিচিতি

কামিল শেদচিস্কি পোলিশ শিক্ষার্থী। বাংলা চর্চার সঙ্গে প্রায় সাত বছর ধরে যুক্ত। ভার্‌ষাভা বিশ্ববিদ্যালয়ে ভারতবিদ্যায় স্নাতক হওয়ার পর বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে স্নাতকোত্তর পর্বে পড়ালেখা করছেন। পোলিশ ভাষা থেকে বাংলায় অনূদিত তাঁর প্রকাশিত রচনার মধ্যে রয়েছে বলেশ্লাভ লেশিয়ানের গল্প ইয়ান প্রহেলিক (২0১৯, একলব্য); আধুনিক পোলিশ কবিতার দশানন (২0১৯, অনুষ্টুপ, শারদীয় সংখ্যা)।


Notes On Contributor

Kamil Siedczyński is student from Poland. He has been engaged with Bangla language and culture for the last seven years. He graduated from the Indian Studies Department, University of Warsaw and currently pursuing his M.A. in Comparative Literature at Jadavpur University. He has published some translations of Polish literary works into Bangla. These are Boleslaw Leśmian’s ‘Yan Prohelik’ (2019, Ekalavya); ‘Adhunik Polish Kabitar Doshanon’ (2019, Anustup, Sharadiya Shankhya).