মানস ঘোষ /


পরিচিতি

মানস ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিদ্যা বিভাগের অধ্যাপক। বিভিন্ন জর্নাল ও চলচ্চিত্র পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে বাংলা ও ইংরেজিতে নিয়মিত লিখে থাকেন। বর্তমানে তাইপে-র সেন্টার ফর চায়নিজ স্টাডিস-এ পোস্ট ডক্টরাল গবেষণার পাশাপাশি ঋত্বিক ঘটকের চলচিত্র নিয়ে ইংরেজিতে প্রকাশিতব্য একটি সংকলনের সম্পাদনা করছেন।


Notes On Contributor

Manas Ghosh teaches Film Studies at Jadavpur University. He regularly contributes on film in both Bangla and English languages to various Film Journals and publications. He’s currently a Post-doctoral fellow at Taipei’s Centre for Chinese Studies and editing an English anthology of essays on Ritwick Ghatak’s films.