The objective of the Bangla Journal is to associate one with the thought of Bangla and Bangalis. Apart of its goal is to acquaint the reader with various cultures and contemporary issues of the world as well. The journal will
l Provide platform for free, innovative and critical discussion
l Present articles on socio-political and economic issues like Women’s rights; Fundamentalism; Environment; Imperialism and Neo-colonialism
l Chronicle the images of how we are viewing others or are being perceived by them
l Highlight experience and knowledge of expatriates gained through interactions with different cultures and publish articles of non-Bangalees about Bangla and Bangalee
l Enhance human development by asking searching questions which will expand our present knowledge
The Bangla Journal is published three times a year from Toronto. Since the Journal is a non-profit venture and does not receive any help from financial institutions, it can survive only with your support. You can make our effort a success by sending your subscription, article, letter and opinion.
কেন এই জর্নাল
দ্বিভাষিক বাংলা জর্নাল-এর লক্ষ্য বাংলা ও বাঙালি বিষয়ক চিন্তার সাথে সম্পৃক্ত হওয়া। এ আয়োজনের আরেক দিক বিশ্বের অপরাপর সংস্কৃতি ও সাম্প্রতিক ভাবনার সাথে নিরন্তর যোগাযোগের সেতুবন্ধন রচনা। জর্নালের পৃষ্ঠপোষকতায় আপনার সহায়তা আমাদের অনুপ্রেরণার প্রধান উৎস।
বাংলা জর্নাল বের হয় উত্তর আমেরিকার টরন্টো শহর থেকে। এ ধরনের জর্নালের পিছনে যেহেতু কোনও বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা থাকে না, তাই এর বাঁচা-মরা নির্ভর করে সমমনা পাঠক লেখকের সহযােগিতার ওপর। লেখা, আলোচনা, মন্তব্য পাঠিয়ে কিংবা নিজে গ্রাহক হয়ে এবং অন্যদের গ্রাহক করিয়ে আপনি আমাদের উদ্যোগকে সফল করতে পারেন।