আফসান চৌধুরী /


পরিচিতি

আফসান চৌধুরী গণমাধ্যম কর্মী, গবেষক, অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণায় নিয়োজিত। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত। ইতিহাস চর্চার পাশাপাশি তিনি একাধিক ভাষায় গল্পও লিখেছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশ ১৯৭১ (২০০৭); (সম্পাদনা) গ্রামের একাত্তর (২0১৯)।


Notes On Contributor

Afsan Chowdhury is a researcher, professor and media worker. He has been working on the history of Bangladesh Liberation war for a long time. He has received Bangla Academy award for his contribution in this field. He has also written short stories in three languages. His publications include Bangladesh 1971 (2007); edited GramerEkattor (2019).