অমর মিত্র / Amar Mitra


পরিচিতি

অমর মিত্র গল্পকার, ঔপন্যাসিক। ১৯৭৪ সালে একাল পত্রিকায় ‘মেলার দিকে ঘর’ গল্প লিখে পাঠক মহলে সাড়া জাগান। তারপর থেকে দীর্ঘ চার দশক ধরে তিনি গল্প-উপন্যাস রচনা করে যাচ্ছেন। তার বিভিন্ন আখ্যান নিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে। গল্প-উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি, বঙ্কিম, সমরেশ বসু, যুগশঙ্খসহ ভারত ও পশ্চিমবঙ্গের একাধিক সরকারি ও প্রাতিষ্ঠানিক পুরস্কার পেয়েছেন। প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ মাঠ ভাঙে কালপুরুষ (১৯৭৮); উপন্যাস মোমেনশাহী উপাখ্যান (২০১৯)।


Notes On Contributor

Amar Mitra is a storywriter and novelist. He first drew readers’ attention in 1974 by publishing the short story ‘Melar Dike Ghar’ in the periodical Ekal. He’s relentless in publishing novels and short stories and some of his literary works have made into theatrical productions. He has received numerous government and institutional awards including Sahitya Akademi, Bankim, Samaresh Basu and Jugsankha for his literary works.His publications include collection of stories Math Bhange Kaalpurush (1978); novel Momenshahi Upakhyan(2019).