পিয়ালী সাধুখান / Piyali Sadhukhan


পরিচিতি

পিয়ালী সাধুখান শিল্পী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে চারুকলায় স্নাতকোত্তর পর্ব শেষ করার পরপরই ভারত সরকারের জুনিয়র রিসার্চ ফেলোশিপ পান। নিত্যদিনের ব্যবহার্য রসদ ও বস্তুসম্ভারের পরতে পরতে যে অর্থ, অভিজ্ঞতা আর স্মৃতি মিশে থাকে তাকে নিয়েই পিয়ালীর অনুধ্যান। নাট্যকলার সঙ্গেও তিনি দীর্ঘদিন থেকে জড়িত থেকে সিনোগ্রাফার ও মঞ্চ পরিকল্পনার কাজ করে যাচ্ছেন। স্থাপনাসহ তার নানা ধরনের শিল্প প্রকল্পের একক এবং যৌথ প্রদর্শনী জাপান, সুইজারল্যান্ডসহ ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে।


Notes On Contributor

Piyali Sadhukhan is an artist. Soon after completing her MFA from Visva Bharati University in 2006, Piyali did receive a Junior Research Fellowship from the Government of India. Her engagement with layers of memory, knowledge and meaning takes her nearer to found objects and economical raw materials that are used every day. Piyali is also involved in theatrical productions as a scenographer and artistic director. Solo and group exhibitions of her installation and other artworks have ta taken place in various cities across India, Japan and Switzerland.