মিতালী গঙ্গোপাধ্যায় /


পরিচিতি

মিতালী গঙ্গোপাধ্যায়। শিল্পী। গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট, আগরতলা, ত্রিপুরা থেকে শিক্ষালাভ করার পর সেখানে চারুকলায় শিক্ষকতা করেছেন। শিক্ষকতা ছাড়াও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি জড়িত। ভারতের বিভিন্ন চিত্র প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।


Notes On Contributor

Mitali Gangopadhyay is an artist. After graduating from Tripura Government College of Art and Craft, Agartala, Tripura, Mitali taught there as a teacher of Fine Arts. She is also involved in cultural activities and she has participated in various art exhibitions in India.