শীর্ষাঙ্কর বসু /


পরিচিতি

শীর্ষাঙ্কর বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অভ কগনিটিভ সায়েন্স-এ পিএইচডি গবেষক। তিনি লিঙ্গসাম্যের অধিকার তথা রূপান্তরকামী মানুষের অধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তাঁর লেখা দর্শন বিষয়ক নানা সাময়িকী এবং সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।


Notes On Contributor