বিজলীরাজ পাত্র /


পরিচিতি

বিজলীরাজ পাত্র বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘গ্রন্থ ইতিহাস’ নিয়ে পিএইচডি করছেন। পর্নোবিদ্যা বিষয়ে তিনি গবেষণামূলক প্রবন্ধ ও আলোচনা ক্রিটিকাল কালেক্টিভ, এই সময়, আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, হরপ্পা এবং গাঙচিল পত্রিকা-র মতো বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ করেছেন।


Notes On Contributor