ফকরুল আলম /


পরিচিতি

ফকরুল আলম লেখক, অনুবাদক এবং সাহিত্য সমালোচক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। সাহিত্যকর্মের জন্য তিনি বাংলা একাডেমি এবং সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে ভারতী মুখার্জি (১৯৯৫); গীতবিতান: সিলেক্টেড সঙ-লিরিক্স অভ রবীন্দ্রনাথ ট্যাগোর (২০২৩)।


Notes On Contributor