তুষার গায়েন /


পরিচিতি

তুষার গায়েন কবি, প্রাবন্ধিক। যৌথভাবে সম্পাদনা করেছেন অধুনান্তিক বাংলা কবিতার ইংরেজি অনুবাদ সংকলন পোস্টমডার্ন বাংলা পোয়েট্রি, টুথাউজেন্ড থ্রি। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ নীলভবহ্রদ (১৯৯৭); কাটা করোটির ছায়াপথে (২০২২)।


Notes On Contributor