জ্যোতির্ময় নন্দী /


পরিচিতি

জ্যোতির্ময় নন্দী কবি, অনুবাদক। সাংবাদিক হিসেবে তিনি বিভিন্ন সংবাদপত্র এবং টিভি চ্যানেলে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে শিশু তুমি মাটির কাছে (২০০৯); আমার কবিতা যেন থাকে দুধেভাতে (২০১৪)।


Notes On Contributor