অভীক মজুমদার /


পরিচিতি

অভীক মজুমদার কবি এবং সাহিত্য সমালোচক। পেশায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের শিক্ষক। তিনি সাহিত্যকর্মের জন্য ২০২১ সালে কবি সুধীন্দ্রনাথ দত্ত স্মারক পুরস্কার এবং ভবাপাগলা সাহিত্য সম্মান ২০১৯ দ্বারা সম্মানিত। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে ডিরোজিও (২০০৮); কবি আর মুখোমুখি আমি (২০২৩)।


Notes On Contributor