সৈয়দ নিজার আলম / Syed Nizar


পরিচিতি

সৈয়দ নিজার পেশায় অধ্যাপক। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। বিউপনিবেশায়িত জ্ঞানকাণ্ড নির্মাণ তার অন্যতম দার্শনিক প্রকল্প। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে ভারতশিল্পের উপনিবেশায়ন ও সুলতানের বিউপনিবেশায়ন ভাবনা (২০১৭); বিশ্ববিদ্যালয় উদ্ভব, বিকাশ ও বিউপনিবেশায়ন (২০১৮)।


Notes On Contributor

Syed Nizar teaches at Jahangirnagar University. His mission is to produce knowledge free of colonial legacy. His publications include Bharatshilper Uponibeshayon O Sultaner Beuponibeshayon Bhavona (2017); Viswabidyalay Udbhav, Bikash O Beuponibeshayon (2018).