মুন রহমান /


পরিচিতি

মুন রহমান স্বশিক্ষিত শিল্পী। প্রথাগত ঘরকন্না ও সন্তান লালন-পালনের ফাঁকে ফাঁকে ছবি তৈরির ঘাের। ২০১৩ সালে বন্ধু-পরিজনদের সুবাদে সামাজিক গণমাধ্যমে পরিচিত হন। তিনি ২০১৪-১৫-এর কিবরিয়া প্রিন্ট ফেয়ার-এ অংশ নিয়েছিলেন। ২০১৭ সালে তাঁর কাজের একক প্রদর্শনী হয়েছে ঢাকা কলাকেন্দ্র’-তে।


Notes On Contributor

Moon Rahman is a self-taught artist. Despite being a traditional housewife and raising two kids she lets her passion to create pictures. Her works first came to light via her family friends and relatives through social media platform. She took part in the 2014-15 Kibria Print Fair. Her first solo exhibition was held at Dhaka Kalakendra in 2017.