কবিতা / Poem



User Reviews

No reviews


Related কবিতা / Poem





প্যালেস্টাইন কাঁদছে কাঁদছে মাঝিপাড়া

হে পৃথিবী তোমার প্যালেস্টাইন কাঁদছে। সর্বশেষ কষ্টে কাঁদছে মাঝিপাড়া; বেদনায় কাতরাচ্ছে বি. বাড়িয়ার ভূমি-অফিস, ট্রেন-স্টেশন। কাঁদছে—শচীন-কর্তার জ্যোৎস্নাভেজা ডাকাতিয়া বাঁশি। সিরিয়ার খেজুর পাতারা শূন্যে দিয়েছে উড়াল—শিশু আইলানের লালশার্ট কেড়ে নিয়েছে ভূমধ্যের নীল-বালি-জল। বাগদাদের রোদেরা বলেছে—আমরা মার্কিন মার্কিন খেলতে খুব ভালবাসি। ইয়েমেনের শিশুরা মরুর বালির মর্ম বোঝেনি--বুঝেছে ইসরাইলের হিংস্র চোখ, খুঁজেছে আল-আকসার পবিত্র শরীর। কাবুলের কলসির মতো নারীরা আবারও বোরখার ভাঁজে লুকিয়েছে মুখ। উগাণ্ডার ধূলিময় হাওয়ায় উড়ছে—শান্তির নোবেল। শাহবাগের প্রতিবাদগুলো ব্যানারেই বন্দি হয়ে যাচ্ছে। জলবায়ুর মতো বদলে যাচ্ছে প্ল্যাকার্ডের লেখা মানবতা।
আরও দেখুন >>







গ্রাহক হোন

বাংলা ও বাঙালির চিন্তাভাবনার সঙ্গী হতে জর্নালের সংযোগনীড়ের গ্রাহক হোন।

Subscribe to familiarize yourself with Bangla and Bangali.